বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা সদর এলাকায় দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানোর দায়ে র্যাবের হাতে গ্রেপ্তারকৃত সেই যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সল তারেক এ আদেশ দেন। এর আগে বেলা সোয়া ১১টার দিকে তাকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রাজশাহীর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এরপর শুনানী শেষে আদালত ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এ তথ্য নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার রুবেল রাজশাহী নগরীর চন্ডীপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। এরপর শনিবার ((১৪ সেপ্টেম্বর) গভীর রাতে গ্রেপ্তারকৃত রুবেলকে নিয়ে রাজশাহীতে পৌঁছে। পরে রোববার সকালে বোয়ালিয়া থানায় হস্তান্তর করেন র্যাব। এই শীর্ষ সন্ত্রাসী রুবেলের নামে থানায় হত্যা, হত্যার চেষ্টা, অস্ত্র লুট ও বিস্ফোরক দমন আইনে ইতিপূর্বেরই ৬টি মামলা রয়েছে। সেই ৬টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে ৫ আগস্ট গুলি করে আলী রায়হান হত্যা মামলায় রুবেলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এখন থানা হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে গত ৫ আগস্ট সারা দেশের ন্যয় রাজশাহীতেও আওয়ামী সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে এই যুবলীগ নেতা রুবেলকে গুলি চালাতে দেখা গিয়েছিল। ওইদিন আন্দোলন চলাকালে তাদের ছোঁড়া গুলিতে আলী রায়হান নামে একজন নিহত হন। আর সেদিনই আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনার পলায়ন ও ক্ষমতার পালাবদলের পর থেকে অস্ত্রধারী রুবেল পলাতক ছিল।
ওসি আরো বলেন, গত ৫ আগস্টের সেই ঘটনায় করা দুটি হত্যাসহ একাধিক মামলায় আসামি রুবেল। আর সেই মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ২৬০ জন আসামি রয়েছে।
জানা গেছে, গ্রেপ্তার রুবেলের নিজ এলাকা ছাড়াও নগরীর বেশ কয়েকটি এলাকায় ছিল র্দুর্ধষ ক্যাডার বাহিনী ও শক্তিশালী মাদক সিন্ডিকেট। এই ক্যাডার বাহিনীর মাধ্যমেই জমি দখল, মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডসহ সবকিছু নিয়ন্ত্রণ করতেন তিনি। হাফ ডজন মামলার আসামি হয়েও ২০২৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে হলফনামায় তথ্য গোপন করে প্রার্থী হয়েছিলেন তিনি। সর্বশেষ গত ৫ অক্টোবর হাসিনা সরকারের পতনের দিন শিক্ষার্থীদের আন্দোলন দমাতে তৎকালীন মেয়র লিটনের নির্দেশে একটি শক্তিশালী শুটার বাহিনী গুলিবর্ষণ করে। ওই শুটার বাহিনীর নেতৃত্বে ছিলেন রুবেল। ওই দিন দুপুরে তালাইমারী এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা নগরীর সাহেববাজারের দিকে এগোতে থাকে। তারা শাহ মখদুম কলেজ এলাকায় পৌঁছালে রুবেলের নেতৃত্বে শুটার বাহিনী নিরীহ শিক্ষার্থীদের ওপর বৃষ্টির মতো গুলি ছুড়েছিল।