নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর বাসায় হামলা করা হয়েছে। এ সময় লুট করা হয় তাদের বাসার সমস্ত কিছু। আসবাবপত্র, স্বর্ণা লংকার এমনকি গরু পর্যন্ত লুট করে নিয়ে যাওয়া হয়। অগ্নিসংযোগ করা হয় অনেক নেতার বাসায়। পুড়িয়ে দেয়া হয় সচল গাড়ী। এরপর তাদেরই নামে আবার দেয়া হয় মামলা। বর্তমানে কয়েক শতাধিক নেতা কর্মী বাড়ী ছাড়া। বলা চলে তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের। জানা যায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সৈয়দপুরের পরিবেশ ছিল শান্ত। এখানে কোন ধরনের বিশৃঙ্খলা হয়নি। তবে রাজনৈতিক মামলা ছিল বিএনপি নেতা কর্মীর নামে। এখানে কতিপয় নেতার পারিবারিক লীগের তা-বে দিশেহারা হয় দুঃসময়ের কর্মী থেকে বিরোধী দলীয় নেতারা।
সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন এর মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্ঠি হয়। ওই দ্বন্দ্বের কারণে সৈয়দপুরে আওয়ামী লীগ হয়ে পড়ে দুইভাগে বিভক্ত। শুধু আওয়ামী লীগে নয় বিভক্ত হয়ে যায় ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনও। বলা চলে জগাখিচুরি অবস্থা বিরাজ করছিল আওয়ামী লীগে। কেন্দ্রীয় কোন নেতাই এটি মীমাংসা করতে পারেননি।
এদিকে নীলফামারী দুই আসনের সাবেক সাংসদ আসাদুজ্জামান নূরকে পীর মানতে শুরু করেন সৈয়দপুরের কতিপয় নেতা। অথচ ওই আসাদুজ্জামান নুরের কারণেই সৈয়দপুরে সরকারের বিভিন্ন উন্নয়ন হয়নি। নুর কখনই চাননি সৈয়দপুরের উন্নয়ন হোক।
আসাদুজ্জামান নুরের পাশাপাশি জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ নাক গলাতে শুরু করেন সৈয়দপুর নিয়ে। তিনি জোড় করে ক্ষমতার দাপট দেখিয়ে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পদটি কেড়ে নিয়ে তার ভাইকে সভাপতি ঘোষণা দেন। তার ভাই মারা গেলে ওই পদটি এখন তিনি নিজেই দখল করে নেন। তার ক্ষমতার দাপটের কারণে সহজ সরল শ্রমিকরা ছিল নিরব।
বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতন হলে ওই সকল আওয়ামী লীগের নেতা কর্মীরা লাপাত্তা হয়ে যান। সরকার পতনের দিন থেকে এলাকায় তাদের খুঁজে পাওয়া যাচ্ছেনা।