রাঙ্গামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শহিদ মিনার প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেছে রাঙ্গামাটি মেডিকেল কলেজের সাধারন শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গনে এই সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী সামলা আফরিন অমি, তানভীর আহমেদ (৫ম ব্যাচ), অর্ণব চাকমা (৪র্থ ব্যাচ), ফেরদৌস ইউসুফ (৩য় ব্যাচ), তানভির হোসেন (৪র্থ ব্যাচ) ও আবদুল হাকিম (৩য় ব্যাচ)সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ প্রায় দশ বছর ধরে অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। এখানে ক্লাসে রুমের সংকট, পর্যাপ্ত ব্যবহারিক করার সুযোগ নেই, ছাত্র-ছাত্রীদের হোস্টেল সমস্যাসহ নানা সমস্যা রয়েছে। শিক্ষার্থীরা আরো বলেন, ২০২৪ সালে রাঙ্গামাটি মেডিকেলের সাথে একই সময়ে প্রতিষ্ঠিত হওয়া টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, জামালপুর ও পটুযাকালী মেডিকেল কলেজের মধ্যে প্রথম চারটিতেই ইতোমধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়ে গেছে। আর পটুয়াখালীতেও নির্মাণ কাজ প্রায় শেষের পথে। কিন্তু রাঙ্গামাটিতে নির্মাণ কাজ শুরুই হয়নি। এক কথায় বলতে গেলে আমাদের হাসপাতালের ভাড়া করা পাঁচতল একটি ভবন ছাড়া কিছুই নেই। দেশের আর সব মেডিকেল কলেজের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদেরকে বাড়ি খরচ ও বাড়তি পরিশ্রম করে যেতে হচ্ছে। আর কতদিন এই অবিচার আমাদেরকে সয়ে যেতে হবে জানিনা। আমাদের নিরাপত্তা, আমাদের শিক্ষার সুযোগ, আমাদের ক্যাম্পাসই যদি নিশ্চিত না হয়, তাহলে তিন পার্বত্য জেলার স্বাস্থ্যসেবাই অনিশ্চিত হয়ে যাবে। তাই দ্রুত রাঙ্গামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস করতে সরকারের কাছে দাবি জানানো হয়।