নওগাঁর পোরশায় জেরিন এয়ার ইন্টারন্যাশনাল নামের একটি ট্রাভেল এজেন্সির কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধায় উপজেলার নিতপুর ফাইভ স্টার হোটেলের সামনে মার্কেটে ওই ট্রাভেল এজেন্সির কার্যালয়ের উদ্বোধন করা হয়। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, এই ট্রাভেল এজিন্সর মাধ্যমে বিশ্বব্যাপী এয়ার টিকেটিং, ট্যুরিস্ট ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ, ট্রান্সপোর্ট এবং হোটেল বুকিং, স্টুডেন্ট ভিসা প্রসেসিং, মেডিকেল ভিসা প্রসেসিং, হজ্ব ও ওমরাহ, পাসপোর্টের আবেদনসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ট্যুর সংক্রান্ত সকল প্রকার সেবা প্রদান করা হবে। এ সময় নিয়ামতপুর উপজেলার হাজিনগর কাপাষ্টিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান, বালিয়াচান্দা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন, সাবেক সেনা সদস্য মোজাম্মেল হক এবং সেলিম রেজা, মোহসীন, জেরিন এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির ব্যাবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।