নার্সদের নিয়ে কটূক্তি করায় নাটোরের সিংড়ায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ, বেতন বৈষম্য দূরীকরণ, নার্সদের পদোন্নতি সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বৃষ্টিতে ভিজে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করেন উপজেলায় কর্মরত সকল নার্সিং ও মিডওয়াইফারিবৃন্দ।
মানববন্ধনে নার্সিং সুপার ভাইজার সখিনা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স মেরিনা পারভীন, নিশাত আকতার, মনোয়ারা খাতুন, মিডওয়াইফারি জিন্নাত আরা তন্নী, আলপনা খাতুন প্রমূখ।