ঝিনাইদহে ১ দফার দাবিতে নার্সদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ২৫০ শয্যা সদর হাসপাতালের সামনে তারা এ মানববন্ধন করেন। ঝিনাইদহ নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে সদর হাসপাতালে কর্মরত সব নার্স ও ইন্টার্ন নার্সরা এ কর্মসূচিতে যোগ দেন।
এসময় বক্তব্য রাখেন,ঝিনাইদহ নার্সিং ইন্সপেক্টর মোহাম্মদ শামীম সিদ্দিকী,সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোছা. নূরনাহার, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত নার্সিং তত্বাবধায়ক রিজিয়া।সদর হাসপাতালের ভারপ্রাপ্ত নার্সিং তত্বাবধায়ক রিজিয়া খাতুন বলেন, আমাদের দ্বিতীয় গ্রেড দেওয়ার কথা রয়েছে কিন্তু ১০ গ্রেড থেকেই তাদের চাকরি থেকে অবসর নিতে হয়। বছরের পর বছর এ বৈষম্য চলে আসছে।
ঝিনাইদহ নার্সিং ইন্সপেক্টর মোহাম্মদ শামীম সিদ্দিকী বলেন, একটাই দাবি। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদে এবং মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করতে হবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।