কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর উপর সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়।সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও এক স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। বিক্ষোভ মিছিলে পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: হান্নান আশরাফি প্রিন্স, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জরুল আজিজ পলাশ পৌর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নেওয়াজ পারভেজ শোভন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, সদস্য সচিব মাহবুব রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক যুবায়ের হোসেন বাবু, পৌর যুবদলের রবিউল ইসলাম বাবুসহ ১০টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের আহ্বায়ক সদস্য সচিবসহ দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।