বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নার্সদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রামেক হাসপাতালের গেটের সামনে নার্সরা মানববন্ধন করেন ও কর্মবিরতির হুঁশিয়ারি দেন।
মাকসুরা নূর নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় নার্সদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নার্সদের দাবির মধ্যে রয়েছে নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ নার্সদের নিয়োগ দেওয়া হোক।
মানববন্ধনে বক্তারা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রতিষ্ঠার পর হতে বিগত প্রায় এক দশক যাবত এই অধিদপ্তরের যাবতীয় কার্যাবলী প্রশাসন ক্যাডার কর্তৃক পরিচালিত হওয়ায় নার্সিং পেশা সম্পর্কে অপ্রতুল অভিজ্ঞতা ও আন্তরিকতার অভাবে নার্সিং পেশাজীবিদের নিয়মিত পদোন্নতিসহ সকল উন্নয়নমূলক কাজের স্থবিরতা প্রতিফলিত হচ্ছে। এমতাবস্থায় নার্সিং পেশার মান উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থা নেয়া হয়। তবে স্বৈরাচার সরকারের আমলে বাক স্বাধীনত না থাকায় এবং অভিযোগের কোন প্রতিকার না থাকায় সাধারণ নার্সগণ বিভিন্ন হয়রানি, অপমান, লাঞ্ছনা নীরবে সহ্য করে তাদের পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব হয়েও গত ৮ সেপ্টেম্বর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সিংকে একটি নিম্নমানের পেশা হিসাবে হেয় পতিপন্ন করেন এবং নার্সিং পেশাকে ২য় শ্রেনির পদমর্যাদা প্রদান করে ভুল করা হয়েছে বলে উপহাস ও কটূক্তি করেন। তারপর থেকে সর্বস্তরের নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।