নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগ, এই অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে সংস্কার এবং নন নার্সিং প্রসাশন ক্যাডার অপসারণ সহ নানা দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় মানবন্ধন করেছে নার্সিং সংস্কার পরিষদ।
শনিবার সকাল ১১টায় কাপাসিয়ার ঢাকা- কিশোরগঞ্জ মহাসড়কের সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ ও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর শতাধিক নার্স ও নার্সিয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কুটুক্তি করায় ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুরা নুরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবি নিয়ে তারা মাঠে নেমেছেন। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদে আয়োজেন তারা সেখানে প্রায় এক ঘন্টা ধরে মানববন্ধন করেছেন। তারা অনতিবিলম্বে দাবিগুলে মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহব্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, কাপাসিয়ার সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, প্রভাষক কাওসার মাহমুদ, জাকির হোসেন, মহিউদ্দিন জোয়ারদার, রিনা পারভীন, আতিকুর রহমান, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সিং সুপারভাইজর জাকিয়া সুলাতানা, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শাখার সভাপতি নাজমা সুলতানা প্রমুখ।
সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম বলেন, কিছু দাবি-দাওয়া নিয়ে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে দাবির স্বপক্ষে নিজেদের বক্তব্যও তুলে ধরেছেন অনেকে।