জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার পিরোজপুরে এক বক্তব্যে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ১৫ বছরের আওয়ামী দুঃশাসন আমলে দেশে গণহত্যা, খুন, গুম, দেশের অর্থ লোপাট করে বিদেশে পাঁচারসহ দেশে অত্যাচার, অনাচার, নিপীড়নের রাজত্ব কায়েম করে ছিল। স্বৈরাচার হাসিনা এ দেশের বিচার ব্যবস্থা, নির্বাচন, শিক্ষা ব্যবস্থা ও অর্থনীতি ধংস করে দিয়ে দেশকে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিনত করেছে।
শনিবার সকাল ১১ টায় স্থানীয় হোটেল রয়েল প্যালেস মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সভাপতি তৌহিদ উদ্দিন শেখ এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামাল হায়দার আরো বলেন এদেশকে ফ্যাসিবাদমুক্ত একটি দেশ হিসেবে গড়তে হবে। আওয়ামী লীগ নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে দিনের ভোট রাতে করেছে। হাসিনা পালিয়ে ভারতে বসে আসন্ন দূর্গাপুজায় দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ষঢ়যন্ত্র করছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে সবার প্রতি তিনি আহবান জানিয়েছেন। তিনি বলেন আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনের ফসল কোনভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।
এসময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক আবদুল ওহাব তালুকদার, জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, ব্যারিস্টার জুবায়ের হায়দার অয়ন প্রমুখ।