পঞ্চগড়ের বোদা উপজেলার এমপিও ও নন-এমপিও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপার/সহকারী সুপারদের নিয়ে এক মতবিনিময় সভা শনিবার দুপুরে বোদা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। খারিজা মাড়েয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। মতবিনিময় সভাটি পরিচালনা করেন সদার্রপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্দার নাসির উদ্দীন। বক্তব্য রাখেন প্রামানিকপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, নতুনহাট সফিউদ্দীন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হক প্রমুখ।