খুলনার পাইকগাছা যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তিনি উপজেলার গদাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান, শহীদ মুক্তিযোদ্ধা শেখ মাহাতাব উদ্দিন মনি মিয়ার বড় ছেলে, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও পাইকগাছা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। তিনি গত কয়েক দিন ধরে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ সেপ্টম্বর) রাত আনুমানিক ৩ টার দিকে মৃত্যু হয় তার। শনিবার পাইকগাছা সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত জানিয়েছে।