রাষ্ট্রিয়ভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন সহ ৯ দফা বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন করেছে মুন্সীগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত। শনিবার বেলা ১২ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তবে সারা দেশে ঈদে মিলাদুন্নবী নির্বিঘ্নে ও যথাযথভাবে পালন,সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুল্থানে শহীদদের হত্যাকান্ডে জড়িতদের আর্ন্তজার্তিক মানের বিচার ,মসজিদ,মাদ্রাসা ও মাযার শরীফে তথাকথিত উগ্রবাদীদের উদ্দেশ্যমূলক হামলা বন্ধ,বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ও আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রিয় নেতা আল্লামা নুরুল ইসলাম ফারুকী(রহ:)সহ সকল হত্যাকান্ডের দ্রƒততম সময়ে বিচারের দাবী জানানো হয়। সম্মেলনে পতিত ফ্যাসিবাদী সরকারের নীল নকশার শিক্ষা ব্যবস্থা বাতিল করে কুরআন সুন্নাহর সাথে সমন্বিত আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রনয়ন সহ মাদ্রাসা শিক্ষাকে ধ্বংশ করার অশুভ পায়তারা বন্ধেরও দাবী জানানো হয়। জনাকীর্ন সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মো: সিরাজুল ইসলাম মো: সিরাজুল ইসলাম নকশবন্দি মোজাদ্দেদী, এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মাঈনুদ্দিন কাদেরী,মাওলানা মনসুর আহমেদ মুজাদ্দেদী মো: আওলাদ হোসেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান,একেএম আরিফুজ্জামান দিদার,মোহাম্মদ মনিরুজ্জামান আত্তারী প্রমুখ।