ভোগান্তি, হয়রানি ও প্রতারণার প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে শনিবার বেলা বারোটার দিকে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের ব্যানারে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বরিশাল বিদ্যুৎ বিভাগ প্রি-পেইড মিটার স্থাপন শুরু করেছে। দেশের বিভিন্ন শহরে প্রি-পেইড মিটার ব্যবহারকারীরা ভোগান্তি পোহাচ্ছে। এটি যারা ব্যবহার করছে তারা হয়রানীর শিকার হচ্ছে। তাই এই মিটার বাতিল করা না হলে কঠোর কর্মসূচীর ঘোষনা করা হবে বলেও বক্তারা উল্লেখ করেন।
বিক্ষোভ সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাওসার হোসেন পলাশ, গোলাপ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক রাইদুই ইসলাম সাকিব প্রমুখ।