ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আ.লীগ নেতা নায়েব আলী জোয়ার্দ্দারকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে তুলে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আক্তারুজ্জামান লিটন। শুনানী শেষে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে শহরের আরাপপুর জামতলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সদরা জানান, ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ মামলার প্রধান আসামি ছিলেন নায়েব আলী জোয়ার্দ্দার। আরাপপুর জামতলা এলাকার নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে র্যাব ও সেনাবাহিনী অভিযান চালায়। সেসময় তার নিজ বাড়ি থেকে নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করা হয়। রাতে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সদর থানায় সোপর্দ করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠায় পুলিশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের এমপি আবদুল হাই মৃত্যুবরণ করলে গত ১৮ মে নায়েব আলী জোয়ারদার নৌকা প্রতীক নিয়ে বিনাভোটে জয়লাভ করেন।