ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুতের লো ভোল্টেজের লোডশেডিং এর কারণে গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। লো ভোল্টেজের ও লোডশেডিং এর কারণে কলকারখানার কাজ ব্যাহত হচ্ছে। আবাসিক গ্রাহকদের বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বিদ্যুতের এমন লো ভোল্টেজ লোডশেডিং চলছে বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা।
ফুলবাড়ীয়ায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র সূত্রে জানা গেছে, ফুলবাড়ীয়ায় বিদ্যুৎকেন্দ্রের আওতায় বাণিজ্যিক, আবাসিক, সেচ পাম্প, ক্ষুদ্র শিল্প ও ভারী শিল্প মিলে মোট ১৩ হাজার ৫৫২টি সংযোগ রয়েছে। এর মধ্যে আবাসিক ১১ হাজার ৬৬, বাণিজ্যিক ১ হাজার ৮৫২, সেচ পাম্প ২৫১, ক্ষুদ্র শিল্প ১৭৮ জন গ্রাহক রয়েছে। লো ভোল্টেজের ও লোডশেডিং কারণে সব শ্রেণির গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিভিন্ন এলাকায় কিছু ফ্রিজ ও টেলিভিশন লো ভোল্টেজের ও লোডশেডিং এর কারণে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
লো ভোল্টেজ লোডশেডিং এর সমস্যার বিষয়টি স্বীকার করে ফুলবাড়ীয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (সহঃ প্রকৌঃ) প্রশান্ত কুমার ধর বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লো ভোল্টেজ ও লোডশেডিং হচ্ছে।