বগুড়ায় সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২ টায় বগুড়া প্রেসক্লাবে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছেন বিএনপি নেতা মাহফুজুল হক টিকন।
লিখিত বক্তব্যে মাহফুজুল হক টিকন বলেন, গত (১৩ সেপ্টেম্বর) শুক্রবার শফিকুল ইসলাম নামে একজন প্রতারক আদম ব্যবসায়ী, আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াটা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেন। যা দৈনিক করতোয়াসহ অন্যান্য দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় যা আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি ওই মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানাই। আদম ব্যবসায়ী প্রতারক শফিকুল ইসলাম ব্যবসার নামে একজন চিহ্নিত প্রতারক। তার কাছ থেকে কমপক্ষে এলাকার দুই শতাধিক মানুষ টাকা পাবে। জনৈক প্রতারক শফিকুলের ছোট ভাই মোস্তাফিজুর রহমান রতন, ছাতিয়ান গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক। তার আরেক ভাই মোঃ শাহিনুল ইসলাম, ছাতিয়ান গ্রাম ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি। তার আর এক মেজোভাই আমিনুল ইসলাম (আম্মু), ছাতিয়ান গ্রাম ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক হওয়ায় এদের দাপটে ও অত্যাচারে গত পনেরো বছর মানুষ তাদের কাছ থেকে কোন টাকা উদ্ধার করতে পারে নাই। আদমদিঘীতে আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে, সেই মামলায় আমি বাদীও নই বা আমার কোন সংশ্লিষ্টতা নেই এবং ২০২১ইং সালের সান্তাহার পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিল প্রার্থীর পক্ষে বিএনপির দুই নেতাকে টাকা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, এ ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ঘটনার সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা নেই। ওই প্রত্যারক আদম ব্যবসায়ী প্রতারক শফিকুল ইসলাম একজন প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্য এই মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।