নেত্রকোনা আবু আব্বাস কলেজের ছাত্র আরিয়ান মোঃ অপুকে মাদক সেবনকারী অর্প নামে এক কিশোর কুপিয়ে রক্তাক্ত ও জখম করার খবর পাওয়া গেছে।
শক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার হাইলাটি ইউনিয়নের পচিকা গ্রামের আবদুল মোতালিবের পুত্র নেত্রকোনা আবু আব্বাস কলেজের ইন্টার সেকেন্ড ইয়ার এর ছাত্র আরিয়ান মোঃ অপু (১৯) কে গতকাল সন্ধ্যায় একই গ্রামের নয়ন মিয়ার ছেলে সন্ত্রাসী কায়দায় পর্ব মিয়া (১৭) নামে এক সন্ত্রাসী কিশোর ধারালো রামদা দিয়ে কুপিয়ে জখম ও রক্তাক্ত করেছে।
অপুর পরিবার স্থানীয় সুত্রে জানা যায়, ওইদিন বিকেলেই সন্ত্রাসী অর্প পাশের গ্রামের ছেলেদের সাথে ঝগড়া করলে সেই ঝগড়া মিমাংসার লক্ষ্যে আরিয়ান মোঃ অপু দু'পক্ষকে মিলিয়ে দেয়। মিলিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে অপু মোটরসাইকেলে নিজ বাড়ির দিকে আসার পথে কিশোর সন্ত্রাসী অর্প অপুকে রাস্তায় একা পেয়ে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। অপু প্রাণে বাচার ভয়ে মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নেয়।
পরে আশেপাশের দোকানিরা অপুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায়। অপু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালের করিডরে।
তার স্বজনেরা জানায় আইনের আশ্রয় নেয়া হবে, তবে অতি দ্রুত এই কিশোর সন্ত্রাসী মাদক সেবিকে আটক করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেয়া হোক।