টানা ৩৬ দিন পর আবার দায়িত্ব পালনে সক্রিয় হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ সদস্যরা। অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল হাসানের নেতৃত্বে মঙ্গলবার তারা দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু বক্কর (৩৫) ও মাদক কারবারী মো. কামরূল ইসলাম মনিরূল (৪৬) সহ ৪ জনকে গ্রেপ্তার করেছেন। উদ্ধার করেছেন ১০ কেজি গাঁজা। পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আবু বক্কর দীর্ঘদিন ধরে পলাতক ছিল। উপজেলার অরূয়াইল ইউনিয়নের দুবাজাইল দক্ষিণ পাড়ার মো. রশিদ মিয়ার ছেলে আবু বক্কর। ২০১৯ খ্রিষ্টাব্দের ২২ জুলাইল আবু বক্করের বিরূদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরাইল থানায় একটি মামলা করেন। ২০২৪ খ্রিষ্টাব্দের ১৮ই মার্চ তারিখে ওই মামলার রায়ে আবু বক্করের দুই বছরের সশ্রম কারাদণ্ড ৩ হাজার টাকা অর্থদন্ড হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন আদালত। কিন্তু আবু বক্কর মামলার পর থেকেই পলাতক ছিল। সাজার আদেশ হওয়ার পর থেকে সরাইল থানার পুলিশ বিভিন্ন কৌশলে আবু বক্করকে গ্রেপ্তারের চেষ্টা করে আসছিলেন। মঙ্গলবার সোর্সের খবরের ভিত্তিতে আবু বক্করের অবস্থান নিশ্চিত হয়ে এ এস আই সামছুল আলম চুন্টা বাজারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একই দিন সকাল ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এস আই ফারূক হোসেনের নেতৃত্বে পুলিশ নোয়াগাঁও ইউনিয়নের বছিউড়া গ্রামের অভিযান চালিয়ে মো. কামরূল ইসলাম ওরফে মনিরূল নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে পাঁচারের উদ্যেশ্যে রাখা ১০ কেজি উদ্ধার করেন। গ্রেপ্তারকৃত কামরূল বিজয়নগর উপজেলার আদমপুর গ্রামের শাহিদ ভূঁইয়ার ছেলে রাহিম মিয়ার দেয়া গাঁজা পাঁচার করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। কামরূলের বিরূদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এর আগে এস আই আনোয়ার গত সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে সরাইল সদরের উচালিয়া পাড়া থেকে গ্রেপ্তারী পরোয়ানার আসামি হেলাল মিয়া (৩৫) ও চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছেন। অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল হাসান বলেন, সরাইল থানা পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত: গত ৫ই আগষ্টের সারা দেশের ন্যায় সরাইল থানা পুলিশও নিস্ক্রিয় হয়ে পড়েছিল। চুরি ছিনতাই ডাকাতি দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধ, মাদকাসক্ত মাদক কারবারী, সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারী পরোয়ানার আসামি গ্রেপ্তারে তেমন কোন সক্রিয়তা বা আগ্রহই ছিল না থানা পুলিশের। দীর্ঘদিন পর একই পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তারে জনমনে স্বস্থি ফিরে এসেছে।