ময়মনসিংহের গফরগাঁও থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌকস পুলিশ কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি সাব-ইন্সপেক্টর পদে সর্বপ্রথম পুলিশ বাহিনীতে ২০০৩ সালে যোগদান করেন।
গফরগাঁওয়ে যোগদানের আগে তিনি সিলেটের মৌলভীবাজার ও নরসিংদী জেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ কর্মরত ছিলেন।
তার বাড়ি মুন্সীগঞ্জে। তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
মুহাম্মদ শিবিরুল ইসলাম সাবেক ওসি মোঃ শাহীনুজ্জামান খানের স্থলাভিষিক্ত হয়ে গত রোববার বিকেলে গফরগাঁও থানার দায়িত্ব বুঝে নেন। তিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।