পিারোজপুরের এক সাবেক পুলিশ সুপার (এসপি) ও সাবেক দুই ওসিকে আসামি করে জেলা ছাত্রদলের এক নেতা পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আমলী আদালত-১) মামলা দায়ের করেছে। বুধবার ওই আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হেলাল উদ্দিন মামলাটি গ্রহন করে পিরোজপুরের এসপি (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন সাবেক এসপি মো: শফিউর রহমান, সাবেক ওসি আবির মোহম্মদ হোসেন, ওসি (তদন্ত) মো: জুলফিকার আলী ও এসআই মনিরুল ইসলাম। অস্ত্র হাতে তুলে দিয়ে মিথ্যে অভিযোগে মামলার আসামি করার অভিযোগে গত ১ সেপটেম্বর বাদী হয়ে মামলাটি করেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার। ওইদিন বিচারক বাদীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনের জন্য পিরোজপুর সিভিল সার্জনে প্রতি নির্দেশ দেন। আদালত ও মামলার বাদী সূত্রে জানা গেছে মামলার বাদীকে পিরোজপুর পৌর এলাকার কৃষ্ণনগরের তালুকদার বাড়ী সড়ক থেকে ২০২৩ সালের ৪ নভেম্বর রাত সাড়ে ১১ টার সময় সাদা পোষকের পুলিশের রোক তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সেখানে চোখ বেঁধে ২ দিন তাকে বেদম পিটিয়ে তার কাছে বআগ্নেয়াস্ত্র আছে মর্মে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। পরে ৫ নভেম্বর রাত ৮ টার দিকে তাকে একটি পুলিশ ভ্যানে তুলে কৃষ্ণনগর এলাকার একটি কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে অরিচিত এক লোক একটি হলুদ রং এর প্যাকেট খুলে একটি দেশীয় অস্ত্র (এলজি) তার হাতে ধরিয়ে ছবি তুলে আবার থানায় নিয়ে যায়। পরে গ্রেপ্তারের ৩৮ ঘন্টা পর অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে পাঠায়। ওই ছাত্রদল নেতাকে বেআইনীভাবে থানায় আটক রেখে তার উপর অকথ্য নির্যাতন করে জোরপূর্বক তার হাতে অস্ত্র তুলে দিয়ে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে ওই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি মামলা করেন। উল্লেখ্য ৫ আগস্ট হাসিনা সরকার ক্ষমতা হারানোর পর থেকে ওসি আবির চাকুরীস্থলে নেই বলে জানা গেছে।