পরিবার পরিকল্পনা পরিদর্শককে হাতুরি পেটাসহ পৃথক হামলায় আরো ১২ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুত্বর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাগুলো ঘটেছে বুধবার সকালে ও মঙ্গলবার রাতে জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ও সরিকল এলাকায়।
হামলায় আহত উপজেলার নলচিড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শামীম হাওলাদার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সমর্থক হওয়ার অপরাধে বুধবার দুপুরে ১০/১২টি মোটরসাইকেলযোগে স্থানীয় বিএনপির নেতাকর্মীর আমার বাড়িতে এসে অর্তকিতভাবে হামলা চালিয়ে আমাকে হাতুরি পেটা করে। এ সময় আমাকে রক্ষায় পরিবারের সদস্যরা এগিয়ে আসলে হামলাকারীরা আমার মা হনুফা বেগম, বাবা সাইদুল হাওলাদার, স্ত্রী রোকসানা বেগম, ভাবী ফাতেমা বেগম ও বোন সিমা বেগমকে মারধর ধরে। একপর্যায়ে আমার বোন ও স্ত্রীর গলার স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি হয়েছি।
উপজেলার সরিকল গ্রামের বাসিন্দা সুমন পাল অভিযোগ করে বলেন, একই এলাকার রুবেল মৃধার সাথে জমি নিয়ে বিরোধের জেরধরে মঙ্গলবার দিবাগত রাতে ৩০/৪০ জন লোক নিয়ে আমার বসতঘর ও দোকানে হামলা চালিয়ে লুটপাট করা হয়। এ সময় আমাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। আমাকে রক্ষায় পরিবারের সদস্যরা এগিয়ে আসলে স্ত্রী রুম্পা পাল, মা সরলা পাল, ভাই অরুন পাল ও ভাতিজী ঝর্নাকে পিটিয়ে আহত করা হয়। হামলাকারীরা পরিবার নিয়ে আমাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। অন্যথায় স্ব-পরিবারে হত্যা করারও হুমকি দেওয়া হয়।
অপরদিকে সরিকল বন্দরের ব্যবসায়ী লাবলু কাজীকে পিটিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। বুধবার সকালে বার্থী এলাকায় বসে মুক্তিযোদ্ধা পিতাকে মারধরের প্রতিবাদ করায় মেয়ে ময়না বেগমকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজনে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, পৃথক হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।