পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) খান মুহাম্মদ আবু নাসের মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেল ৫ টায় পুলিশ অফিসের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনিুষ্ঠিত হয়।
সভায় এসপি নাসের বলেন সম্প্রতি পুলিশের ইমেজ কিছুটা ক্ষুন্ন হয়েছে। আমরা আমাদের ইমেজ ফিরিয়ে এনে পিরোজপুরের মানুষের জন্য নতুন পুলিশিং সেবা দিতে চাই। সেজন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন। সভায় মাদকের বিস্তার বিষয় উত্থাপিত হলে তিনি বলেন মাদকের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স থাকবে। আমরা চাই পিরোজপুর জেলা থাকবে মাদকমুক্ত। শহরের বিভিন্ন পয়েন্টে বখাটেরা দাঁড়িয়ে যদি ইভটিজিং করে তা কঠোর হস্তে দমন করা হবে।
এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মোস্তাফিজুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ- াপস) মো: মুকিত হাসান। সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম, সাধারন সম্পাদক এস. এম. তানভীর আহমেদ, বাসস প্রতিনিধি গৌতম নারায়ণ রায় চৌধুরী, এউআনেবির মাহামুদ হোসেন, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো: মুনিরুজ্জামান নাসিম আলী, দৈনিক খবরের আতায়ে রব্বানী ফিরোজ, বিটিভির এস. এম. পারভেজ, সমকাল ও চ্যানেল আই এর ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুরের কথা এর নির্বাহী সম্পাদক খেলাফত হোসেন খসরু, এনটিভির রশিদ আল মুনান সুজন, কালের কন্ঠের শিরিনা আফরোজ, ডেইলী স্টার ও ডিবিসি নিউজ এর মো: হাবিবুর রহমান, ইনডিপেন্ডেন্ট টিভির তামিম সরদার প্রমুখ।