কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর ভেঙ্গে যাওয়ার ফলে মানচিত্র থেকে মুছে যাচ্ছে কোম্পানীগঞ্জ। প্রতিদিন ৫শত ফুট করে ভাঙ্গছে ছোট ফেনী নদীর দু’পাশে। গৃহহারা ৩শত পরিবার। মুছাপুর রেগুলেটরের জন্য পানি উন্নয়ন বোর্ডের তৈরীকৃত দু’লক্ষ ব্লক পড়ে আছে ভেঙ্গে যাওয়া রেগুলেটরের পাশে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড এ ব্লকগুলো রেগুলেটরের দু’পাশে না দেওয়ার ফলে রেগুলেটর ভেঙ্গে জোয়ারের স্রােতে তলিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অপরদিকে ব্লকগুলো এখন পান্নি উন্নয়ন বোর্ড অন্য জায়গায় স্থানান্তর করার প্রক্রিয়া শুরু করেছে। ওদিকে রেগুলেটর এলাকায় ছোট ফেনী নদী ভাঙ্গন রোধে বালুর বস্তা দিয়ে ড্রাম্পিং করা হচ্ছে। এই বালুর বস্তার ড্রাম্পিং দিয়ে ভাঙ্গন রোধ করা যাচ্ছে না। মুছাপুরবাসী ও ব্যবসায়ীদের দাবী মুছাপুর রেগুলেটরটি দ্রুত পুননির্মাণ না করা হলে নদী ভাঙ্গন কোন অবস্থায় ঠেকানো যাবে না। কোম্পানীগঞ্জের ঐতিহ্যবাহী মুছাপুর ইউনিয়নের ছোট ফেনী নদীর তীরে সী বিচু পাশে সবুজ বেষ্টনীকৃত সাড়ে সাত একরের (ফরেস্ট বাগান) সেটিও অধিকাংশ নদী গর্ভে ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। উল্লেখ্য, প্রকল্পটি ২০০৫ সালে ১৯ কোটি ৪৪ লক্ষ ৭৪হাজার টাকা ব্যয়ে ২৩ ভেল্ট রেগুলেটর এর নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তী ২০০৫ সালে ৮ই মার্চ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রেগুলেটরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রেগুলেটরটি নির্মাণ কাজ শেষে ২৩টি ভেল্ট এ ২৩টি রেডিয়্যাল গেট ও ফ্ল্যাব গেট স্থাপন করা হয়। এ রেগুলেটরের পানি নিষ্কাশন ক্ষমতা ৭৫৬.১৫ ঘনমিটার এবং এর পানি ধারণ সমতল (+) ৪.০০ মিটার (পিডব্লিউডি)।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আমির ফয়সাল জানান, আমরা মুছাপুর রেগুলেটরটি নতুন করে করার জন্য জাইকার সাথে আলোচনা হয়েছে এবং ৩শত কোটি টাকা চাওয়া হয়েছে। জাইকার মতামত পেলে অচিরে রেগুলেটরটি অত্যাধুনিকভাবে পুননির্মাণ করা হবে। তিনি আরও জানান, নির্মিত ব্লকগুলো মুছাপুর রেগুলেটরের জন্য বানানো হয়নি। এগুলো সদ্বীপ চ্যানেলের জন্য বানানো হয়েছে।
মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাজাহান মিয়া জানান, মুছাপুর রেগুলেটরটি তলিয়ে যাওয়ার কারণ হলো- নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হয়েছে এবং পাশাপাশি মির্জা কাদের ও চেয়ারম্যান আলী গং রেগুলেটরের পাশে কোটি কোটি টাকার বালু উত্তোলন করার কারণে আমাদের ঐতিহ্যবাহী মুছাপুর সী বিচ নদী গর্ভে ভেঙ্গে চলে গেছে। তিনি আরও বলেন, নির্মাণ কাজে প্রথমে ৩২.৫০ কোটি টাকা বরাদ্দ হলেও সেটি পরে ১টি নদীতে বাঁধ তৈরী নির্মাণ দেখিয়ে লুটপাট করার জন্য ১শত ৭০ কোটি টাকা দেখানো হলো।