ফরিদপুরের নগরকান্দায় বিল্লাল গাজী (৬২) নামের এক বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মীরের গ্রাম স্বপ্নছোয়া কিন্ডার গার্ডেন স্কুলের পাশ থেকে ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের সাথে থাকা জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুযায়ী তিনি খুলনার পাইকগাছা উপজেলার লক্ষিখুলা গ্রামের শহর আলী গাজীর ছেলে।
বৃদ্ধার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমান বলেন, স্থানীয়দের দেয়া তথ্যমতে বুধবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।