বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত জন্যে জন্য কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে নগত অর্থ প্রদান করেছেন।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এস, এম আহসান কবির ও সদস্য সচিব এইচ, এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দলের নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ও বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের হাতে ২ লাখ টাকা হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, উপজেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য শাহ ইমরান ফারুক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাওলাদ হোসেন মইন, কাউখালী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তানভীর আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক লাফিতুর রহমান লাফিত, জয়দেব রায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান তুফান সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি প্রত্যাহার করে নেতা-কর্মীদের সহায়তায় কাউখালী বিএনপি এ অর্থ দলের ত্রাণ তহবিলে জমা দিয়েছে।