বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যবসায়ীকে হত্যা ও ব্যবসায়ীর স্ত্রীকে আহত করেছে বখাটেরা মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শহরের জয়পুর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম রানা মিয়া (৪৫) আহত তার স্ত্রী নাম রোজিনা বেগম (৩৮)।
নিহত রানা মিয়া জয়পুর পাড়া মৃত আজিজার রহমানের ছেলে সে পেশায় একজন লোহা ব্যবসায়ী।
নিহত রানা মিয়ার পরিবার সূত্রে জানা যায়, গত (৮ সেপ্টেম্বর) রোববার রাতে রিকশার ভাড়া মেটানোর নিয়ে চালকের সঙ্গে তর্কে জড়ান রানা মিয়া। সেই সময় স্থানীয় কয়েকজন বখাটে যুবক রানা মিয়ার পক্ষে নিয়ে রিকশা চালককে মারধর করেন। পরে ওই রিকশাচালক তার স্বজনদের নিয়ে ওই বখাটে যুবকদের পাল্টা মারধর করে। পরে রানা মিয়া পক্ষে নেওয়া বখাটেরা তার বিবাদে জড়ানোর পাওনা হিসেবে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন, কিন্তু রানা মিয়া সেই চাঁদা দিতে অস্বীকার করে। এতে বখাটেরা ক্ষুব্ধ হয়।১০ সেপ্টেম্বর রানা মিয়া তাঁর বোনের বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে স্ত্রী রোজিনাকে নিয়ে বাড়ি ফিরছিলেন৷ পথিমধ্যে ওই বখাটেরা রানা মিয়ার পথ রোধ করে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ওই দম্পতিকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে বগুড়া সদর থানায় অফিসার ইনচার্জ সাইহান অলিউল্লাহ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের এরইমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে৷ রানা মিয়ার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।