যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিন্নুর নেতৃত্বে খাদ্য বান্ধব কর্মসূচির চাল লুটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ১২ জনের নাম উল্লেখ সহ ২০০/২৫০জন অজ্ঞাতনামার বিবাদী করে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সুজ্জত আলীর ছেলে ডিলার হাসান আলী (৩২) এ অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন, নাভারণ পুরাতন বাজার গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিন্নু (৫০), হাড়িয়া গ্রামের নিকারী খলিল (৫৫), আঃ রহিমের ছেলে অসিম (৪০), কিতাব আলীর ছেলে জাহিদ (২৬), বায়সা গ্রামের তরিকুল (৪৫), নাহিদ (৪০), মিলন (৪৫), আবদুল মজিদের ছেলে শরিফুল (৫০), মতিয়ারের ছেলে হাফিজুর (৫০), চাঁন্দেরপোল গ্রামের আঃ রহমানের ছেলে মিজান (৪৫), আসাকের ছেলে সোহাগ ডাক্তার(৪৮) ও বেড়ারুপানি গ্রামের মহব্বতের ছেলে ফন্টু (৪৫)।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, বাদি হাসান আলী হাড়িয়া নিমতলা মোড়ে সরকার প্রদত্ত ১৫ টাকা কেজি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করে আসছেন। গত ৪ সেপ্টেম্বর ১৬ টন ৩২০ কেজি চাল উত্তোলন করা হয়। ০৯ সেপ্টেম্বর অনুমান সকাল ১১ টার দিকে অজ্ঞাতনামা ২০০/২৫০ জন উশৃংখল জনতা বড় নছিমন গাড়ী ও মোটরসাইকেল যোগে হাতে রামদা, চাইনিজ কুড়াল, হকিষ্টিক, পিস্তল সহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ডিলার পয়েন্টে প্রবেশ করেন। বাদিকে অস্ত্রের মুখে জিম্মি করে গোডাউনের শার্টারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ১৬.৩২০ মেঃ টন চাউল, যার সরকারি মূল্য ২ লক্ষ ১২হাজার ১শত ৬০।টাকার চাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া চাউলের ডিও নং ৮২২৯৫৭০, চালান নং ২৪২৫-০০০৬৩৪৯০৭৭, তাং ০৩/০৯/২০২৪ইং।
বাদি তার অভিযোগে আরও উল্লেখ করেন বিবাদী নাহিদ হকিষ্টিক দিয়ে বাদির ভাগ্নে নজরুল ইসলামের পশ্চাৎদেশে স্বজোরে আঘাত করে নীলা ফোলাজখম করে এবং বিবাদী তরিকুল বাদির পরিহিত প্যান্টের ডান পকেট হতে ২৬ হাজার ৯শত ৯০ টাকার রেডমি নোট ১২ মোবাইল ফোন জোরপূর্বক ছিনাইয়া নেয়।
ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা রমিজ উদ্দীনের স্ত্রী মমতাজ বেগম ও ছেলে নজরুল ইসলাম বলেন, তারা ২০০/২৫০জন মটরসাইকেলে চড়ে এসে তালা ভেঙ্গে নছিমন, ইজিবাইক ও ভ্যানে করে চাল এবং প্রতিষ্ঠানের সাইনবোর্ড নিয়ে গেছে। তাছাড়াও টেবিল চেয়ার ভেঙ্গে দিয়ে গেছে।
ডিলার হাসান আলী জানান, চাল লুট হওয়ার ব্যাপারে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছি। ঘটনাস্থল সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন পরিদর্শন করেছেন।আমি বিএনপি'র লোকজনের ভয়ে কোন কিছু বলতে পারছি না।
মঙ্গলবার বিকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান জানান, উত্তোলনকৃত ৫৪৪ বস্তার মধ্যে ডিলার হাসান আলির গোডাউনে ২৩৯ বস্তা চাল মজুদ রয়েছে।অবশিষ্ট ৩০৫ বস্তা চাল লুট হয়েছে। যিনি আরো বলেন খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৫৪৪ জন ভোক্তার মাঝে ডিলারকে চাল বুঝে দিতে হবে।
বিবাদী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিন্নু বলেন, আমরা রাজনীতি করি। আমাদের বিরুদ্ধে অভিযোগ হতেই পারে। তবে আমি এ ঘটনার সাথে জড়িত নই।
থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ ইব্রাহীম আলী বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।