বিস্ফোরক দ্রব্য আইনে পিরোজপুরের এক মামলায় জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ ১১ জনকে বেকসুর খালাস দিয়েছে পিরোজপুরের এক আদালত। মঙ্গলবার দুপুর ১২ টায় ওই খালাসের আদেশ দেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: মোক্তাগীর আলম।
আদালত সূত্রে জানা গেছে ২০১৮ সালের ২৫ ডিসেম্বর মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এলিজা জামানকে তার পিরোজপুর শহরের বাসা থেকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে তিনিসহ বিএনপি ও জামায়াতের ১১ জন নামীয় ও অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় অভিযোগ করা হয় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালকরাসহ জনমনে ভিতির সৃষ্টি ও নির্বাচনের দিন ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করতে প্রধান আসামি এলিজা জামানের বাসায় গোপন বৈঠক চলছিল। পুলিশ খবর পেয়ে তার বাসায় গেলে অন্য আসামিরা টের পেয়ে পালিয়ে যায় এবং এলিজা জামানকে আটক করা হয়। পরে আসামীদের বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। সাক্ষ্য প্রমানে আসামিরা আদালতে নির্দোষ প্রমানিত হলে তারা খালাস পান। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. আহসানুল কবির বাদল।