কোম্পানীগঞ্জে সাবেক সেচ্ছসেবক দলের সাধারণ সম্পাদকের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা। আহত ১, গ্রেপ্তার ১। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০ টায় কোম্পানীগঞ্জ থাকা থেকে ২৫ কিলোমিটার দূরে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নং ওয়াডের বাঘধারা বাজারে। এলাকাবাসী জানায় মঙ্গলবার সকাল ১০টায় আবু ছায়েদ খান সমির (৩০) বিএমপি’র সাবেক সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, পিতা- মৃত আবদুল মতিন খান একই ওয়াডের বাঘধারা বাজারে ইব্রাহিমের দোকানে বসা থাকলে এ সময় হঠাৎ করে আওয়ামী শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্রধারী মোবারক হোসেন রয়েল (২৮) পিতা- শহিদ উল্লাহ, শাকিল (২৮) পিতা- হোসেন সর্দার একই ওয়াডের বাসিন্দা। এই দুইজনের নেতৃত্বে ২০-২৫ জনের একদল আওয়ামী সন্ত্রাসী আবু ছায়েদ খান সমিরের উপর দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা করে। আবু ছায়েদ খান সমির কে মাথায় ও চোখে রক্তাক্ত মারাক্তক জখম করে। আবু ছায়েদ সমিরের নিকটবর্তী আত্মীয়মোঃ ইব্রাহিম, জাবেদ খান জানান রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে আবু ছায়েদের উপর এই আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। হামলার পরে এলাকাবাসী রক্তাক্ত আহত অবস্থায় আবু ছায়েদ কে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার চরম অবনতী হলে তাকে জেলা সদর হাসপাতালে ফেরন করেন। এ বিষয়ে আবু ছায়েদ খান সমিরের ছোট ভাই মোঃ জিয়া খান বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ ধায়ের কারেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোবারক হোসেন রয়েল (২৮) কে একটি মোটা আকৃতির লোহার রট সহ গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসে।