টাঙ্গাইলের দেলদুয়ারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পদক-২০২৪ ঘোষনা করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ইউএনও মোছা. শাকিলা পারভীন ও সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার (চ.দা.) গৌর চন্দ্র দে স্বাক্ষরিত কমিটিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বোয়ালজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ আল মামুন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়েছেন দেলদুয়ার পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী আক্তার। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক বারপাখিয়া রথিন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেওয়ান রেজাউল হাসান, শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা টুকচানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আসমাউল জামী লিজা নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ কাব শিক্ষক হয়েছেন ভুরভুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লতা ইয়াসমিন। বিশ্বাস বাথুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে উপজেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে ঘোষনা করা হয়েছে।