কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের ৮নং ইউপি সদস্য ও বেকী চন্দ্রগ্রামের মৃত আমির চাঁন এর ছেলে মারজান মিয়া (৩৫) ও তার ৮-১০ জন দলবলেরা গত রোববার অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ইউপি সদস্য মারজান মিয়া ও দক্ষিণ সরারচর গ্রামের হরিধনের স্ত্রী দুই সন্তানের জননী (৩৩) এর মধ্যে গত ৩-৪ বছর ধরে প্রণয়ের সম্পর্ক হয়ে আসছে। এই ঘটনায় হরিধন সূত্রধর মারজান মিয়াকে আসামি করে বাজিতপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মুর্শেদ জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তিনি বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রণয়ের সম্পর্ক ছিল বলে উল্লেখ করেন।