গত জুন মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের পড়ালেখায় চরম ধাক্কা লাগে। এর আগেও প্রাকৃতিক কিংবা রাজনৈতিক কারণেও শিক্ষা কার্যক্রম ব্যাপক বাধাগ্রস্ত হয়েছে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছাত্র-জনতা রুখে দাঁড়িয়ে সৈ¦রাচার হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দেশের মানুষে মাঝে নতুন ভাবে বাঁচার সম্ভাবনা জাগ্রত হয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো সরকারের পতনে জনমনে স্বস্তি ফিরলেও স্বস্তি মিলেনি শিক্ষা কার্যক্রমে। দিন দিন যেন শিক্ষা কার্যক্রম আরো স্থবির হয়ে পড়ছে। শেখ হাসিনা সরকারের পতনের এক মাস অতিক্রান্ত হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি স্কুল-কলেজের শিক্ষা কার্যক্রম। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস-পরীক্ষা। থামেনি অস্থিরতা। প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্তদের চাপে ফেলে করানো হচ্ছে পদত্যাগ। জোর করে স্বাক্ষর নেওয়া হচ্ছে আগে থেকেই প্রস্তুত করা পদত্যাগ পত্রে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও উপাচার্য, উপ উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় কর্তা ব্যক্তিদের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ছাত্রবান্ধব ছিল না অভিযোগ করে আওয়ামী আমলের নিয়োগ পাওয়া এই ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারের পদত্যাগ দাবি করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে বাধ্য হয়ে পদত্যাগও করেছেন অনেকে। দেশের প্রায় ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন শীর্ষ কর্তার পদ শূন্য রয়েছে। এর ফলে ক্লাস শুরু করতে পারেনি দেশের বিশ্ববিদ্যালয়গুলো। পত্রপত্রিকার খবরাখবর থেকে জানা যায়, নওগাঁর হাঁপানিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও বহিরাগতদের কটূক্তি ও চাপের মধ্যে পেলে একপর্যায়ে অধ্যক্ষকে পদত্যাগপত্রে সই করতে বাধ্য করা হয়। এ সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন এই অধ্যক্ষ। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজেও একদল ছাত্রীর চাপের মুখে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য হয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায়। তাকে রুমে আটকে রেখে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শুকলা রানি হালদার সম্প্রতি শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সালেমা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কক্ষে ঢুকে তাকে চেয়ার থেকে নামাতে ও পদত্যাগপত্রে স্বাক্ষর করাতে জোরাজুরি করেছেন একদল শিক্ষার্থী। এভাবে সারাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এখন এই পদত্যাগ দাবিতে মেতে উঠেছেন শিক্ষার্থীরা। যার ফলে শিক্ষা কার্যক্রম একেবারেই স্থবির হয়ে পড়ছে। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার অবনতি আমরা চাই না বরং বিগত দিনের পিছিয়ে পড়া শিক্ষা পুশিয়ে আনতে চাই। এর উপযুক্ত সময় এখনি। তাই শিক্ষার্থীরা এভাবে শিক্ষকদের আতঙ্কিত না করে শিক্ষা কার্যক্রমে ফিরে আসাটা জরুরি। কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থেকে থাকলে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানো শ্রেয়। অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন শিক্ষার্থীদের এই লিখিত অভিযোগ গুরুত্ব সহকারে দেখে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনবেন।