এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে দুজন নিহতের ঘটনা ঘটেছে। এরমধ্যে গত রোববার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামের বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। অপরদিকে ঠিক এক সপ্তাহ আগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিএসএফের গুলিতে নিহত হয় স্কুলশিক্ষার্থী স্বর্ণা দাস (১৬)। বিষয়টি গভীর উদ্বেগের। বাংলাদেশ ও ভারত সীমান্তে হত্যার ঘটনা সত্যিকার অর্থেই দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে কাঁটা হয়ে বিঁধে আছে। কোনোভাবেই এই হত্যা বন্ধ হচ্ছে না বা বন্ধ করা যাচ্ছে না। ২০২১ সালে ঢাকায় বাংলাদেশ ও ভারতের ১৯তম স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে ভারতের তরফ থেকে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার আশ্বাস দেওয়া হয়েছিল। গত মার্চে বিজিবি ও বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ে ৫৪তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষ দিন সংবাদ সম্মেলনে জানানো হয়, সীমান্তে মৃত্যু বন্ধ, চোরাকারবার, মানবপাচারসহ নানা অপরাধ কমিয়ে আনাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতি সৃষ্টি হলে সেটির সমাধানের জন্য আইনগত পথ-পদ্ধতি রয়েছে। কাউকে হত্যা করা কখনো কোনো সমাধান নয়। এসব হত্যাকা- কিন্তু একতরফা বলে মনে করেন তিনি। আমরাও প্রধান উপদেষ্টার সাথে একমত পোষণ করি। সম্প্রতি মৌলভীবাজারের সীমান্তে স্বর্ণা দাস নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ। নির্মম ওই হত্যাকা-ে উদ্বেগ ও নিন্দা জানিয়ে বাংলাদেশ এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সব সীমান্ত হত্যার তদন্ত পরিচালনা ও দায়ী ব্যক্তিদের বিচার করতে ভারতের প্রতি আহবান জানানো হয়। এর আগে ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানীর মৃতদেহ কাঁটাতারের বেড়ায় ঝুলে ছিল সাড়ে চার ঘণ্টা। প্রতিবাদী হয়ে উঠেছিল গণমাধ্যমসহ বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো। ভারত ও বাংলাদেশের দীর্ঘ সীমান্ত সব সময়ই সংবেদনশীল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে নিয়মিত বৈঠক হয়। তার পরও সীমান্তে হত্যা কেন হবে? সীমান্ত হত্যা বন্ধ হওয়া দরকার। বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারত বহুবার আলোচনা করেছে। সব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব। একটি বিষয় নিশ্চিত করা দরকার যে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না। এ ক্ষেত্রে পারস্পরিক আলোচনার মাধ্যমেই সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।