রাজধানীর মিরপুর ১২ নম্বরের ডি ব্লকের শহীদবাগ ডুইপ দক্ষিণ বাড়িমালিক কল্যাণ সমিতির অফিস টি আগষ্টের ৬ তারিখ আনুমানিক রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে প্রায় ১৫ থেকে ২০ টি মোটরবাইকে চড়ে ২৫/৩০ জন বিএনপির যুবদলের নেতাকর্মী সমিতি অফিস দখল নিতে যায়, এ সময় সমিতি অফিসে কোন লোকজন ছিলো না।
যুবদলের কেন্দ্রীয় কমিটির পদবঞ্চিত নেতা সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ও তার কর্মীদের নিয়ে অফিসের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। সমিতি অফিসে থাকা বেশকিছু চেয়ার ভেঙ্গে ফেলে। স্টিলের আলমারির ড্রয়ার ভেঙ্গে গুরুত্বপুর্ন কাগজপত্র নিয়ে যায়। সমিতি অফিসে ৪২ ইঞ্চি স্মার্ট টিভি ও একটি রাউটার ও খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সমিতি অফিসের ভিতরে থাকা অন্যান্য জিনিস পত্র ভেঙ্গে রেখে যাওয়ার সময় সমিতি অফিসের গেটের বাহিরে দাঁড়িয়ে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সবাই হত্যার হুমকি দিয়ে যায়, যেন তারা আর এই সমিতি অফিসে না বসে এবং এও বলে যায় আজ থেকে এই অফিস আমাদের।যুবদলের পদবঞ্চিত নেতা সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সোয়েব হোসেন মুন্না ও তানিম মোড়লের নেতৃত্বে।
এরা সবাই যুবদলের পদবঞ্চিত নেতা কর্মী। তবুও তাদের ভয়ে অনেকেই মুখ খুলে না।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বেনুর ভাগিনা সোয়েব হোসেন মুন্না ৬ আগস্ট রাতে হাতে বিদেশী অস্ত্র নিয়ে হুমকি ধামকি দিয়ে যায়। মুন্নার বিরুদ্ধে বিভিন্ন চাঁদাবাজি, হত্যা ও জমি দখলের মামলা ও রয়েছে পল্লবী থানায়।
তানিম মোড়লের বিরুদ্ধেও পল্লবী থানাসহ বেশ কয়েকটি থানায় হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসার মামলা রয়েছে।
এলাকাবাসী মুন্না ও তানিমের ভয়ে অনেকেই মুখ খুলতে চান না। এরা এতোটাই ভয়ঙ্কর যে তাদের নাম শুনলে থরথর করে কাপে সবাই।
শহীদবাগ ডুইপ দক্ষিণ বাড়িমালিক কল্যাণ সমিতির সভাপতি আব্বাস বলেন, আমাদের এই সমিতি অফিসে শতখানেক শিশু ফ্রি আরবি শিক্ষা গ্রহণ করে। আর এখনো ভয়ের জীবন যাপন করছে সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিক।
এই সমিতি অফিস থেকে গরীব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসে। আরো বলেন, মুন্না ও তানিম এলাকায় বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থান থেকে নিরবে চাঁদাবাজি করে যাচ্ছে।
স্থানীয় একজন নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, আমি দূর থেকে দাঁড়িয়ে দেখি ওরা মোটরবাইক থেকে নেমে বিএনপির শ্লোগান দিয়ে সমিতি অফিসে প্রবেশ করে। মোটামুটি সবার হাতেই দেশী বিদেশী অস্ত্র ছিলো। বাজে ভাষায় গালমন্দ করে। ওদের বেশ কয়েক জন লোক দেশীও অস্ত্র নিয়ে বাহিরে মহড়া দেয় এবং বলে সমিতি অফিস দখল করে নিলাম যদি কেউ এই অফিসে বসে তাহলে তার খবর আছে।
সমিতির সভাপতি বলেন, তাদের বিরুদ্ধে থানায় যেন কেউ মামলা করতে না যায়। যদি শুনি কেউ মামলা করেছে তাহলে তাকে গুলি করে মারা হবে।
একটি অলাভজনক প্রতিষ্ঠান কে দখলের পাঁয়তারা চালায় এই পদবঞ্চিত বিএনপির যুবদলের নেতাকর্মীরা।