খুলনার পাইকগাছায় কপিলমুনি প্রেসক্লাবের অ্যাডহক কমিটিতে এইচ এম শফিউল ইসলাম (দৈনিক ইত্তেফাক) ও আমিনুল ইসলাম বজলু (দৈনিক দিনকাল) কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্লাবের অ্যাডহক কমিটি গঠনে এক বিশেষ সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়। এর আগে ৬ সেপ্টেম্বর (শুক্রবার) ক্লাবের সভাপতিসহ অন্তত ৫জন সদস্য পদত্যাগ করলে সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি। এমন পরিস্থিতিতে ৯ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় বিশেষ জরুরী সভা আহ্বান করা হয়। এই পরি প্রেক্ষিতে ক্লাবের খন্ডকালীণ সাধারণ সম্পাদক শেখ আবদুস সালামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক এইচ এম শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বজলু, এস এম লোকমান হেকিম, একে আজাদ, এস এম আবদুর রহমানসহ অন্যান্যরা। এ ছাড়া সভায় স্থানীয় কর্মরত সাংবাদিক বৃন্দ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন। জানাগেছে, দীর্ঘ দিন যাবৎ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ বিক্ষিপ্ত ভাবে কর্মরত সাংবাদিকরা কপিলমুনি প্রেসক্লাবে সম্পৃক্ত হতে দাবি জানিয়ে আসছিল। তবে সংগঠনের এক শ্রেণির স্বার্থান্বেষী সাংবাদিক সংগঠনকে কুক্ষিগত করতে তাদের দাবি অগ্রাহ্য করে আসছিল। যদিও অনিয়মতান্ত্রিক উপায়ে সম্প্রতি প্রেসক্লাব কর্তৃপক্ষ তাদের পছন্দ ও মতাদর্শী কিছু সংবাদকর্মীকে সংগঠনের সাথে সমন্বয় করে। এতে কর্মরত সাংবাদিকরা তাদের দাবি আদায়ে আন্দোলনসহ আদালতমুখী হওয়ারও উদ্যোগ নেয়।সর্বশেষ ৬ সেপ্টেম্বর সভাপতিসহ সাবেক কার্যকরী পরিষদের অন্তত ৫ জন সদস্য পদত্যাগ করলে অ্যাডহক কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।এদিকে এপ্রসঙ্গে সংগঠনের নবনির্বাচিত আহ্বায়ক এইচ, এম শফিউল ইসলাম ও সদস্যসচিব সাংবাদিক আমিনুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, স্থানীয় প্রকৃত সাংবাদিকদের সমন্বয়ে সদস্য সম্প্রসারণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে এডহক কমিটি গঠিত হয়েছে। নির্দিষ্ট সময়ে তারা সকল বৈষম্য দূর করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন।এসময় তারা স্থানীয় সাংবাদিকদের তাদের প্রতি আস্থা রাখতে অনুরোধ জানান।