চট্টগ্রামের চন্দনাইশে সাবেক ত্রাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব নজরুল ইসলাম এমপি,পরাজিত এমপি প্রার্থী ও তিন তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী এবং পৌর মেয়র মাহাববুল আলম খোকাসহ ৮৭জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে গোলাগুলি ও বিস্ফোরণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার বিকালে মধ্যম চন্দনাইশ এলাকার আবদুল জব্বারের ছেলে পৌরসভা গণতান্ত্রিক শ্রমিক দল (এলডিপি)র সহ-সভাপতি মো: আলমঙ্গীর বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ সূত্রে জানাযায় -বিগত ১৮ সালে জাতীয় নির্বাচনের আগের রাতে আসামীগণ ককটেল ফাটিয়ে বিস্ফোরক ঘটিয়ে ভোট ডাকাতির করার সময় বাদিসহ স্থানীয়রা বাধা প্রাদান করে। এ সময় আসামীদের এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন আহত হয়। চন্দনাইশ থানার ওসি তদন্ত যুযুৎগ যশ চাকমা সত্যতা নিশ্চিত করেন।