নীলফামারীর সৈয়দপুর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে ৯ সেপ্টেম্বর সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজ চত্বরে এক সভার আয়োজন করা হয়। ওই সভায় সকলের মতামতের ভিত্তিতে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। কমিটির আহ্বায়ক করা হয় হয়েছে কামারপুকুর ডিগ্রি মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম ও সদস্য সচিব হলেন সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ এর জৈষ্ঠ প্রভাষক মোঃ আলমগীর সরকার।
ওই সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক মোঃ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি নীলফামারী কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক ডঃ সৈয়দ খলিলুর রহমানসহ অনেকে। সভায় সভাপতিত্ব করেন নীলফামারী শিক্ষক সমিতির সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান রাফু।
উপজেলার প্রতিটি কলেজ থেকে একজন করে সদস্য অন্তর্ভুক্ত করা হবে এমন সিদ্ধান্ত সভায় গ্রহণ করা হয়।