বগুড়ার সদর উপজেলায় ০৯ সেপ্টেম্বর সোমবার রাত ৯ টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান মিজান কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।সদর উপজেলার গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিজান সদর উপজেলার গোকুল ইউনিয়নের আফসার আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মিজানসহ আরও ৬-৭ জন গোকুল ইউনিয়ন পরিষদের সামনে আড্ডা দিচ্ছিলো তখন ৮-১০ জন দুর্বৃত্ত মোটরসাইকেল থামিয়ে বিদ্যুৎ বিভ্রাটের সময় তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, অতিরিক্ত কোপানোর কারণে মিজান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মিজানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মিজানের ওপর হামলার সঙ্গে বিপুল গ্রুপ জড়িত বলে অভিযোগ করে মিজানের সমর্থকরা লেদুকে হামলা ও কুপিয়ে আহত করে। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় লেদুকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মিজানের সমর্থকরা তাকে আবারও মারধর করে। রাত ১১টার দিকে হাসপাতালে মারা যান লেদু। লেদু গোকুল ইউনিয়ন যুবদলের সাময়িক বহিষ্কৃত সভাপতি বিপুলের সমর্থক।
এই বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান অলিউল্লাহ জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে জন্য কাজ করছে। মিজানের লাশ পোস্টমর্টেম করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।