ময়মনসিংহের গফরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ কামরুজ্জামানের পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী।
গত সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ কামরুজ্জামানের চরআলগী ইউনিয়নের চর কামারিয়া গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং আমিরে জামায়াতের পক্ষ থেকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল করিম।
এসময় তিনি কামরুজ্জামানের রেখে যাওয়া তিন সন্তানের মধ্যে ছোট সন্তান ৬ মাস বয়সী গালীব আববারকে বুকে জড়িয়ে আবেগঘন হয়ে কান্না করে।
তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। যেদিন খুনিদের যথাযথ শাস্তি নিশ্চিত হবে, সেদিন শহীদদের রূহ শান্তি পাবে। পরে কামরুজ্জামানের কবর জিয়ারত করেন।
এ সময় তার সাথে ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুব ফরাজি, গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল এবং উপজেলা কর্ম পরিষদ সদস্য বৃন্দ।
উল্লেখ্য,গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চর কামারিয়া গ্রামের সৌদী প্রবাসী মোঃ আবদুর রাজ্জাকের বড় ছেলে,
বেসরকারি কোম্পানীর গাড়ি চালক মোঃ কামরুজ্জামান (৩৪) গত ৪ আগস্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে ঢাকায় উত্তরায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরুজ্জামানের মৃত্যু হয়।