রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ছলিমুল্লাহ সেলিমের বাসায় দুই দফায় হামলা, আসবাবপত্র ভাংচুর ও লুটপাটে ঘটনা ঘটেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা এবং রাত ১১টার দিকে জেলা শহরের মহিলা কলেজ এলাকায় নিজ বাস ভবনে দুই দফায় এই ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, রাঙ্গামাটি পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফার নেতৃত্বে যুবদল নেতাকর্মীদের হামলা, ভাংচুর ও লুটপাত চালায়। রাত সাড়ে ৮টা ও ১১টার দিকে এই হামলা করা হয়। এ সময় সেলিমের স্ত্রী, সন্তান, বোন-ভাগ্নেকে লাঠিসোটা দিয়ে মারধরসহ ঘরের আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে দেয়া তারা। রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ-সেনাবাহিনী। তবে হামলার সময় আওয়ামী লীগ নেতা সেলিম বাসায় ছিলেন না।
জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. সলিমুল্লাই সেলিম জানান, আমার পরিবারের সদস্য, স্ত্রী-সন্তানদের লাঠিসোটা দিয়ে মারধর ও ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর ও লুটপাত করা হয়েছে। পুরো ঘরের সব জিনিসপত্র ভাংচুর করে তছনছ করে দেওয়া হয়েছে। যুবদলের লোকজন দুই দফায় এই হামলা করছে।
জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে সেলিমের বাসায় হামলা ও মারামারির ঘটনায় টুকু ও বেলাল নামে যুবদলের দুই নেতা আহত হয়েছে। পরে রাত ১১টার দিকে আবার হামলার ঘটনা ঘটে।
তবে অভিযোগ অস্বীকার জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম বলেন, এই ঘটনার সঙ্গে যুবদলের নেতাকর্মীরা জড়িত নয়। আমরা যতটুকু জেনেছি এলাকার স্থানীয়দের সঙ্গে তাদের মারামারি ঘটনার রেষ ধরে ঘরে হামলার ঘটনা ঘটে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নির্মল ত্রিপুরা জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আমরা জানার চেষ্টা করছি কারা এই হামলার সঙ্গে জড়িত। বাড়ির লোকজন কাদের দেখেছে তা জানার চেষ্টা করছি। এই ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।