আশাশুনিতে লোকাল এডাপ্টেশন প্লান এ- এ্যাকশন (এলএপিএ) তৈরীর লক্ষ্যে উপজেলা পর্যায়ের কনসালটেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ মিটিং অনুষ্ঠিত হয়।
দাতা সংস্থা আইআরসি এর অর্থায়নে এলএপিএ প্রকল্পের আওতায় এনজিও উত্তরণের বাস্তবায়নে মিটিং-এ সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এলএপিএ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ডেভিট অধিকারীর সঞ্চালনায় মিটিং এ আলোচনা রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী প্রমুখ। সভায় জাতীয় অভিযোজন পরিকল্পনার সাথে স্থানীয় অভিযোজন পরিকল্পনা সংযোজন করার উদ্দেশ্যে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।