গাজীপুরের কাপাসিয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযাগে সিংহশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। দুই সন্তানের জনক ওই শিক্ষক স্থানীয় বিবাদিয়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীর পিতা থানায় লিখিত অভিযোগ দিলে সোমবার সকালে শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী বিদ্যালয় ছুটির পর পার্শ্ববতী সিংহশ্রী আদর্শ কিন্ডারগার্টন স্কুলে লুৎফুর রহমানের কাছে নিয়মিত প্রাইভেট পড়ে। ওই শিক্ষক মাঝে মধ্যেই একাকী পেলে ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং কুপ্রস্তাব দেয়। এরই ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর বিকালে প্রাইভেট পড়ানোর সময় বৃষ্টি হলে একটি নির্জন কক্ষে ছাত্রীকে ডেকে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে কু-প্রস্তাব দেয়। এ সময় ছাত্রীটি বৃষ্টিতে ভিজে দৌড়ে বাড়ি গিয়ে তার মাকে সব ঘটনা খুল বলে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে ব্যর্থ হলে গত ৮ সেপ্টেম্বর ওই ছাত্রীর পিতা বাদি হয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেয়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর মিয়া জানান, ছাত্রীর পিতার অভিযোগের ভিত্তিতে শিক্ষক লুৎফুর রহমানকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।