রংপুরের পীরগাছায় বাজার দোকান মালিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক ধর্মঘট পালন করেছে পীরগাছার ব্যবসায়ীরা। সোমবার সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই ধর্মঘট পালন করা হয়। মাছ, মাংস, কাঁচাবাজার, ওষুধের দোকান ছাড়া কোন দোকানই খোলেন নি ব্যবসায়ীরা। দুপুরে সাধারন ব্যবসায়ী বিক্ষোভ মিছিল করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট স্মারকলিপি দেন। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন, দোকান মালিক ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গোলাম সরোয়ার রানা, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম টিটু, কোষাধ্যক্ষ আবদুল মান্নান, সদস্য কনক চৌহানসহ অনেকে।
এর আগে রোববার ওই মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে ব্যবসায়ীরা অর্ধদিবস দোকান-পাট বন্ধ রাখার ঘোষনা দেন।
উল্লেখ্য, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা পীরগাছা বাজার দোকান মালিক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে গত শনিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও থানার সামনে সড়ক অবরোধ একটি মামলা দায়ের করা হয়।