বরগুনায় সাংবাদিকদের সাথে সোমবার বিকেল সাড়ে ৩ টায় পুলিশ সুপারের হলরুমে বরগুনার নবাগত পুলিশ সুপার জনাব মো: ইব্রাহিম খলিল এঁর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবদুল হালিম, ওসি ডিবি, ওসি সদর থানা সহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. গোলাম মোস্তফা কাদের, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাফর হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সনজিব দাস, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু। সাংবাদিক ইউনিয়নের সভাপতি তাপস মাহমুদ সহ সাংবাদিক বৃন্দ।।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মো: ইব্রাহিম খলিল প্রথমেই গনতন্ত্র ও স্বাধীনতা সংগ্রামে যারা নিহত হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্বা ও আহতদের সহমর্মিতা জানান। সভায় তিনি বলেন,আমাদের কিছু পুলিশঅতি উৎসাহ হয়ে এহেন কর্মকা- ঘটিয়েছে আপনাদের সহযোগিতায় আবার পুলিশ নিয়মিত কাজকর্মে নিযুক্ত থাকবে।পুলিশ সুপার আরো বলেন, বর্তমান অন্তর্বর্তিকালীন সরকারের ভাবমুর্তি যাতে ক্ষুন্ন না হয় সেজন্য সাংবাদিকদের তিনি সহযোগিতা চান। পুলিশ মাদক সেবন করলে প্রমান পেলে বাড়ী পাঠিয়ে দেয়া হবে, থানায় কোন দালাল থাকবেনা এবং মাদকের বিরুদ্ধে শিঘ্রই অভিযান শুরু হবে।