বেগমগঞ্জে ত্রান আত্মসাতের দায়ে আবদুল আজিজ নামের এক মাদ্রাসার প্রধানকে জরিমানা করা হয়েছে। এতে তিনি এলাকার লোকজন ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ঢাকা থেকে বৈষম্য বিরোধী একদল ছাত্র ৫’শ পরিবারের জন্য ত্রান নিয়ে বেগমগঞ্জে আসে। এ সময় চৌমুহনী জামেয়া ফাতেমা (রঃ) মাদ্রাসার প্রধান মাওলানা আবদুল আজিজের সাথে পরিচয় হয়। তিনি ছাত্রদের নিকট ২’শ প্যাকেট ত্রান চায়। কিন্তু ছাত্ররা এতে রাজি না হয়ে তারা নিজেরাই এলাকায় গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরন করবে বলার পর ওই মাওলানা কৌশলের আশ্রয় নিয়ে ঢাকা থেকে আসা বাসটি চৌমুহনীতে রেখে দুইটি নৌকা ভাড়া করে ছাত্রদেরকে শরীফপুর তার নিজ এলাকায় নিয়ে অবস্থান করে। পরে ছাত্ররা এলাকায় মজুত করা ৫’শ প্যাকেট ত্রানের মধ্যে ৫৭ প্যাকেট খুঁজে না পেয়ে ওই মাওলানাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ছাত্রদের উপর ক্ষিপ্ত হয়। একপর্যায়ে ছাত্ররা মাওলানা আবদুল আজিজের কব্জায় থাকা ৫৭ প্যাকেট ত্রানের খোঁজ পায়। এ সময় মাওলানা ও তার লোকজন ছাত্রদেরকে ঘেরাও করে ফেলে। এখবর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট পোঁছলে তিনি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ছাত্রদেরকে ৫৭ প্যাকেট ত্রান উদ্ধার ও অভিযুক্ত মাওলানাকে উপজেলা পরিষদে নিয়ে আসে। এ সময় ছাত্র ও উত্তেজিত জনতার সামনে দোষী হওয়ায় মাওলানা আবদুল আজিজকে ৩৩ হাজার ৫’শ টাকা জরিমানা ও কান উঠবস করা হয়। এরপর ওই মাওলানা ক্ষিপ্ত হয়ে তার অনুসারীদের সাথে যোগাযোগ করে জেলা প্রশাসকের নিকট নির্বাহী অফিসার ও স্থানীয় চেয়ারম্যানের পদত্যাগ এবং ছাত্রদের শাস্তি দাবী করে আসছিল। এনিয়ে রোববার সকালে জেলা প্রশাসকের সাথে উভয় পক্ষের মাঝে বৈঠকে ঐ মাওলানা নিজে দোষ শিকার করে চলে আসে। এর পরেই দুপুরে তিনি সাংবাদিক সম্মেলন করে নিজে আবার অপমান হওয়ার বিচার দাবি করে আন্দোলন গড়ে তোলার হুমকি দিতে থাকে।
এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, অভিযুক্ত মাওলানা আবদুল আজিজ ৫৭ প্যাকেট ত্রান সরিয়ে ফেলার দায়ে ছাত্র জনতার উপস্থিতিতে তাকে ৩৩ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। তবে উঠবস করানোর কথা সঠিক নয়।
শরীফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান সিদ্দিকী বলেন, ছাত্রদের আটক ও ত্রান আত্মসাতের চেষ্টার খবর নির্বাহী অফিসার মহোদয় আমাকে বলার পর আমি দুইটি নৌকা সরবরাহ করে ছাত্রদেরকে উদ্ধারে সহযোগীতা করেছি। এ ছাড়া আমার আর কোন ভূমিকা ছিল না।
অভিযুক্ত মাওলানা আবদুল আজিজ বলেন, ছাত্ররা না জেনে না শুনে উল্টাপাল্টা ভাবে ত্রান দেওয়ার নামে তামাশা করতে থাকায় আমি ও আমার লোকজন সঠিক ভাবে ত্রান বিতরনে সহযোগীতা করেছি। কিন্তু উল্টো আমার বিরুদ্ধে ত্রান সরানোর মিথ্যা অপবাদ দেওয়া হয়। তাছাড়া আমাকে উপজেলায় ধরে নিয়ে ছাত্র ও নির্বাহী অফিসার মিলে জরিমানা এবং কান উঠবস করানোর চেষ্টা করে। এরপর বিষয়টি জেলা প্রশাসকের দপ্তরে রোববার সকালে নাম মাত্র সমঝোতা করে দেওয়া হয়। তবে আমি এই ঘটনায় দারুন ভাবে অপমান বোধ করছি। দেখা যাক সামনে বিষয়টি নিয়ে পর্যালোচনার পর কিছু করা যায় কিনা।