রংপুরের পীরগঞ্জে এক বসতবাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় ৩টি ঘর ও ৩টি গরু সহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ভস্মিভুত হযেছে। গত রোববার দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে উপজেলার মিঠিপুর ইউনিয়নের গবরা কুতুবপুর গ্রামে। জানা গেছে, ওই গ্রামের মৃত্যু মহির উদ্দিনের পুত্র সাদা মিয়ার পরিবারের লোকজন রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত ১টার সময় ওই বাড়ীতে আগুনের সুচনা হলে মুহুর্তেই তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এ সময় অগ্নিকাণ্ডে গৃহকর্তার ৩টি ঘর ও ঘরের আসবাবপত্র এবং ৩টি গরু আগুনে ভস্মীভুত হয়। এতে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। পীরগঞ্জ ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা, টিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।