ঝিনাইদহ সদর উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আহসান কবির। তিনি উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। ২০২১ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি (এসএমসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।এ ছাড়াও তিনি একজন গনমাধ্যমকর্মী। লেখালেখির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন সহ কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করছে। সোমবার সকালে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খালেকুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরি এই তথ্য নিশ্চিত করেন।
সদর উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ার আগে গত ২ সেপ্টেম্বর সদর উপজেলার ২২২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের মধ্যে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ক্যাটাগরিতে তাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত ঘোষণা করে উপজেলা যাচাই বাছাই কমিটি। জানা গেছে, আহসান কবির বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শির্ক্ষার্থী ঝরে পড়া কমাতে অসামান্য ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের সাথে শিক্ষার মান উন্নয়নে নিয়মিত মতবিনিময় সভা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে আহসান কবির বলেন, প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে সব সময় চেষ্টা করি বিদ্যালয়ের খোঁজ খবর নেওয়ার। আমাকে ঝিনাইদহ সদর উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অর্জনের ফলে আমার বিদ্যালয়ের সুনামের পাশাপাশি আমার কর্মস্পৃহা ও দায়িত্ব বাড়বে।