ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামে থেকে ৫৮ পিস ইয়াবা ও নেশার কাজে ব্যবহারিত তামাক আটক করেছে স্থানীয় জনতা। রোববার রাতে দেবরাজপুর গ্রামের মাঝপাড়া থেকে এসব মাদক দ্রব্য আটক করে দেবরাজপুর গ্রামের সাধারন জনগন।
দেবরাজপুর গ্রামের কিচু ব্যাক্তি দীর্ঘদিন মাদক সেবন ও ব্যবসা করে আসছিল। যে কারণে অনেক যুবক মাদকাসক্ত হয়েছে। গ্রামের মানুষ তাদেরকে একাধিকবার সতর্ক করা সত্বেও তারা মাদক ব্যবসা চালিয়ে যেতে থাকে। রোববার রাতে গ্রামের মানুষ একত্র হয়ে মাদকের আস্থানায় হানা দিয়ে মাদকদ্রব্য আটক করে। এ সময় সুকৌশলে সেখান থেকে পালিয়ে যায় মাদক সেবি ও বিক্রেতারা।
দেবরাজপুর গ্রামের বাসিন্দা মান্নান শিকদার জানান, কতিপয় ব্যাক্তির কারণে আমাদের গ্রামের অনেক যুবক আজ মাদকে আসক্ত। আমরা মাদকের আখড়া থেকে ইয়াবা ও তামাক উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশকে জানিয়েছি।
কালীগঞ্জ থানার এসআই গিয়াস উদ্দিন জানান, আমারা সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে ৫৮ পিস ইয়াবা ও কিছু তামাক উদ্ধার করেছি। এ ঘটনায় কেউ আটক হয়নি।