পাবনার চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নের চেয়ারম্যানদের দায়িত্ব পারন থেকে বিরত রেখে প্রশাসক নিয়োগ করা হয়েছে। বাকি ৬টি ইউনিয়নের চেয়ারম্যানরাও রয়েছেন অপসারণ আতঙ্কে।
নিয়মিত পরিষদ কার্যালয়ে যাচ্ছেন,সকল কাজকর্ম করছেন পরিষদে বসেই। ইউপি সদস্যদের সাথে সভা করছেন,উপজেলা পরিষদের সভাতেও অংশ নিয়েছেন। এলাকার লোকজন ইউনিয়ন পরিষদে আসছেন এবং প্রয়োজনীয় কাজ করছেন। পরিষদের স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে,সকল প্রকার সেবা পাঁচ্ছেন ইউনিয়নবাসী। তরপরেও অপসারণ আতঙ্কে রয়েছেন উপজেলার হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল করি,ছাইকোলা ইউপি চেয়ারম্যান মোছাঃ নুরজাহান বেগম মুক্তি,গুনাইগাছা ইউপি চেয়ারম্যার রজব আলী বাবলু,ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান শামীম হোসাইন,বিলচলন ইউপি চেয়ারম্যান আকতার হোসেন ও পাশর্^ডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ াাজাহার আলী। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ থেকে অপসারণ করা হয়েছে হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,ছাইকোলা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু,মথুরাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম,ফৈলজানা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ও মূলগ্রাম ইউপি চেয়ারম্যান রশেদুল ইসলাম বকুরকে। সকলেই আওয়ামী লীগের নেতা। এসকল ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিলকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
একাধিক সূত্র জানায়,বাকি ৬টি ইউনিয়নের চেয়ারম্যানদেরকে অপসারণের দাবি করা হবে। শীঘ্রই স্থানয়ি বিএনপি এদেরকে অপসারণের জন্য কর্মসূচি দিবে। এমনকি পরিষদে তালা লাগাতেও পারেন তারা। এ অবস্থায় আতঙ্কে রয়েছেন চেয়ারম্যানরা।